ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঠাণ্ডা ঠাণ্ডা কফি!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
ঠাণ্ডা ঠাণ্ডা কফি!

গরমে রোজা হচ্ছে। দিনও বেশ বড় সারা দিন রোজা রেখে আমরা অনেকেই ক্লান্তি অনুভব করছি।

ক্লান্তি কাটাতে একটু কফি হলে মন্দ হয় না। তবে গরমে গরম কফির চেয়ে এক মগ ঠাণ্ডা কফি মনে হয় অনেকেরই অনেক বেশি ভালো লাগবে।

খুব সহজে তৈরি করুন কোল্ড কফি।

দুইজনের জন্য
উপকরণ: কফি ২ চা-চামচ, কফিমেট ৪টেবিল চামচ, কনডেন্সমিল্ক আধা কাপ, ঠাণ্ডা তরল দুধ ২ কাপ, গরম পানি ১ কাপ, চিনি- ২ টেবিল চামচ, বরফ টুকরো ইচ্ছা মতো।

যেভাবে করবেন: ১ কাপ গরম পানিতে কফি, কফিমেট ও চিনি মিশিয়ে নিন।
কফি, বরফ, তরল দুধ ও কনডেন্সমিল্ক একসঙ্গে মিশিয়ে ফেনা ওঠা পর্যন্ত  ব্লেন্ড করুন।

এরপর স্বচ্ছ গ্লাসে ঢেলে ফেনার ওপর শুকনো কফি ছড়িয়ে পরিবেশন করুন কোল্ড কফি।

এই কফি আমাদের ক্লান্তি দূর করে মুহূর্তেই করে তুলবে চাঙা।

বন্ধুরা আরও নানা বিষয়ে জানতে ও আপনার মতামত জানাতে https://www.facebook.com/bnlifestyle

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।