ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার

লা্ইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার

বছর ঘুরে প্রতিবারই আসে সংযম-এর মাস মাহে রমজান। রমজান মানে সংযম, শুদ্ধতা, পরিচ্ছন্নতা ও সহমর্মিতায় পরিপূর্ণতা।

রমজানে আমাদের কিছু অভ্যাসের পরিবর্তন করলেই পরিবর্তন আসতে পারে অগণিত সুবিধাবঞ্চিত মানুষের জীবনে।

এই লক্ষ্যেই ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর অন্যতম ব্র্যান্ড লাইফবয়, নর, পির্ওইট ও তাজা আয়োজন করে।

এই ক্যাম্পেইনটি গুগল ক্রিয়েটিভ অ্যাকাডেমি থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্ত একটি আইডিয়া। গত ২৪ জুলাই ২০১৪ তারিখে আয়োজন করা হয়েছিলো ভিন্ন রকম এক ইফতার টেবিল।

উক্ত ইফতারে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ-এর শামীম জামান, প্রোডাক্ট গ্রুপ ম্যানেজার (স্কিন ক্লিনজিং); কাজী মনিরুল কবির, গুগল বাংলাদেশ-এর কান্ট্রি কনসালট্যান্ট; শেখ নুরুল ইসলাম ফারুকী, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২০০ জন অতিথি, যারা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তাদের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেন।

ইফতার টেবিলের বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলো জাগো ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে বেড়ে ওঠা সুবিধাবঞ্চিত শিশুরা।

বিশেষ এই আয়োজনে এসব সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছিলো বিশেষ উপহার। ;

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।