ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

স্টাইল সেল ওয়েডিং কালেকশন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
স্টাইল সেল ওয়েডিং কালেকশন

ঐতিহ্য আর আভিজাত্যের সংমিশ্রনে পোশাক ও অনুষঙ্গের কালেকশনের এক নির্ভরযোগ্য নাম ‘স্টাইল সেল’।

অভিজাত ফ্যাশন হাউস ‘স্টাইল সেল’এবার নিয়ে এসেছে বিশেষ ওয়েডিং কালেকশন।

সব বয়সী নারী, পুরুষের জন্য রয়েছে স্টাইল সেলের বিশেষ আয়োজন।
পোশাক ছাড়াও রয়েছে জুয়েলারি, জুতা, ব্যাগ এবং অন্যান্য অনুষঙ্গের সম্ভার।

এছাড়া ওয়্যারড্রব কনসাল্টিং, রং বিশ্লেষণের মাধ্যমে নিজস্ব পছন্দ অনুযায়ী পোশাক তৈরির সুযোগ দিচ্ছে স্টাইল সেল।

স্টাইল সেলের প্রতিটি পণ্যই ঐতিহ্য, আধুনিকতা এবং আভিজাত্যের পরিচয় বহন করে।

ব্রাইডাল কালেকশনের থিম হিসেবে মোঘল ঐতিহ্যবাহী লুক বেছে নেওয়া হয়েছে, যেটি বর্তমান ফ্যাশন ট্রেন্ডে একেবারেই আনকোরা।

উন্নতমানের ফেব্রিক দিয়ে তৈরি প্রতিটি পোশাক এবং অনুষঙ্গ স্বতন্ত্র ডিজাইনে তৈরি। জর্জেট, নেট, সিল্ক এবং ভেলভেট কাপড়ে কারচুপি, স্টোনওয়ার্ক, লেসওয়ার্ক, এম্ব্রয়ডারি ও হ্যান্ডস্টিচের কাজ করা হয়েছে।

এখানে ক্লায়েন্টের পছন্দ ও চাহিদা অনুযায়ী ফেব্রিক ও ডিজাইনের ব্যবহার করা হবে।

ঠিকানা: স্টাইল সেল-এলিটক্লাবঅবফ্যাশনলাভার্স, সাউথ এভিনিউ, হাউজ নং-২, রোড নং-৯, গুলশান-১, ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।