ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

প্রতিদিন ডিজে পার্টি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
প্রতিদিন ডিজে পার্টি

কাবাব খাওয়ার সময় ডিজে পার্টি হলে কেমন হয়? দুমধাম শব্দ আর লালা-নীল বাতি। নানায় প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলছে ডিজে পার্টি।


এসময় অতিথিদের সঙ্গে থাকছেন ডিজে মানি সিং। আর প্রতি বৃহঃস্পতিবার থাকছে লাইভ মিউজিকের ব্যবস্থা। গান গাইবেন দেশের খ্যাতনামা সব কণ্ঠশিল্পীরা।
খেতে আসা অতিথিদের আনন্দ দিতেই নানার এমন আয়োজন। আহ্সান মঞ্জিলের পাশে অবস্থিত নানা একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার ও ফ্যামেলি স্টাইল রেস্তোরাঁ।

এখানে বিয়ে, গাঁয়ে হলুদ, জন্মদিন, ব্যাবসায়িক পার্টি, কনফারেন্স ইত্যাদি অনুষ্ঠান আয়োজনের জন্যে রয়েছে সু ব্যবস্থা। ৬০০ জনের এক সঙ্গে বসে খেতে পারবে আর ৩ হাজার জনের ধারণক্ষমতা আছে নানায়।

আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। নানায় পাওয়া যাবে জংলি কড়াই, ইরানি দম বিরিয়ানি বা ইরানি মোরগ পোলাওসহ চাহিদা মতো নানান খাবার। ঠিকানা: নানা, ৩ ওয়াইজঘাট, পাটুয়াটুলি, ইসলামপুর, ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।