ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ব্রাইডাল স্পেশাল ওয়ার্ল্ড অব গ্লামার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
ব্রাইডাল স্পেশাল ওয়ার্ল্ড অব গ্লামার

শীতের শুরু থেকেই বিয়ের ধুম লেগে থাকে সবখানে। ব্রাইডাল মানেই অনেক সাজগোজ অনেক মেকআপ আর নিজেকে অন্যরকম রাখার প্রচেষ্টা।



শুধু বর-কনের সাজ নয় বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের সাজগোজ থেকে শুরু করে গর্জিয়াস মেকআপও প্রাধান্য পায় এই ব্রাইডাল সিজনে।

সবাই সচেতন থাকতে চান ব্রাইডাল অনুষ্ঠানের প্রন্তুতি নিতে। বর কে কেমন সাজালে একটি অন্যরকম লুক আসবে। পাগড়ি টা কেমন হবে? সেরোয়ানী টা কেমন হবে সব মিলিয়ে সবাই চিন্তায় থাকে একটু হলেও।

শুধু বর নয় ঝামেলা টা ভোগ করেন কনে পক্ষও। বিয়ের কনের শাড়ি, বিয়ের ওড়না, ব্রাইডাল মেকাপ সবকিছু নিয়ে যারা চিন্তিত থাকেন তাদের জন্য জিটিভির বিশেষ আয়োজন ব্রাইডাল স্পেশাল ওয়ার্ল্ড অব গ্লামার।

আর আজকের আয়োজনে থাকছে লাইফস্টাইল কোরিডরে ব্রাইডাল মেকআপ, ফ্যাশন করিডরে এক্সক্লুসিভ ব্রাইডাল ফ্যাশন শো এবং হয়াটস নিউ সেগমেন্টে থাকছে ব্রাইডাল ওয়্যার।

নুসরাত ফারিয়ার উপস্থাপনায় এবং এইচ.এম.রাজনের প্রযোজনায় ব্রাইডাল স্পেশাল ওয়ার্ল্ড অব গ্লামার প্রচারিত হবে আজ রাত ৮ টায় শুধুমাত্র জিটিভিতে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।