ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

রিচম্যান লুবনানের নতুন শাখা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
রিচম্যান লুবনানের নতুন শাখা

ফ্যাশনপ্রিয় পুরুষের সব থেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রিচম্যান লুবনান এবার রাজধানীর যাত্রাবাড়িতে।  

যাত্রাবাড়ি বাসস্ট্যান্ডের কাছে রহমান প্লাজায় (৪০/১ শহীদ ফারুক স্মরণি) ১৭ জানুয়ারি বিকেলে তৈরি পোশাকের বিখ্যাত ব্র্যান্ড রিচম্যান-লুবনানের নতুন শাখা চালু হলো।



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের পরিচালক মুনিরুল হক খান, এম.ডি কামরুজ্জামান কামাল, কোম্পানি এ.জি.এম খালেকুজ্জমান ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের পরিচালক মুনিরুল হক খান বলেন যাত্রাবাড়ির ফ্যাশন সচেতন পুরুষদের দীর্ঘদিনের চাওয়া পূরণ করতেই এখানে রিচম্যান লুবনানের এক্সক্লুসিভ শোরুম খোলা হলো।  

শার্ট, প্যান্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরোয়ানিসহ পুরুষের সব ধরনের ফরমাল ও ক্যাজুয়াল পোশাক রয়েছে শোরুমটিতে।

উল্লেখ্য, এটি রিচম্যান লুবনানের ৪৪তম শাখা।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।