ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

`সেফ ওয়ার্ক প্লেস’ কর্মশালায় বাংলানিউজ কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
`সেফ ওয়ার্ক প্লেস’ কর্মশালায় বাংলানিউজ কর্মীরা ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দীর্ঘক্ষণ বসে থাকার জন্য যে কোমর বা ঘাড়ে ব্যথা হয়, তার কারণ ও প্রতিকার সম্পর্কে জানেন না অনেকেই! জানলেও আবার মানতে চান না কেউ কেউ। অথচ একটু সচেতন হলেই মুক্তি পেতে পারি নানা ব্যথা সংক্রান্ত অসুখ থেকে।



কর্মক্ষেত্রে কর্মীদের এসব বিষয়েই প্রাথমিক ধারণা ও করণীয় নিয়ে বাংলানিউজটোয়োন্টিফোর.কমে আয়োজন করা হয় ‘সেফ ওয়ার্ক প্লেস’ শীর্ষক কর্মশালার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজের কনফারেন্স রুমে ‘সেন্টার ফর ডিজিস প্রিভেনশন অ্যান্ড হেলথ প্রমোশন’র উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে ডেস্ক ও কম্পউটার ওয়ার্কারদের ডেস্কে কাজ করার সময় শরীরের যেসব জায়গা চাপ পড়ে সমস্যা সৃষ্টি করে তা নিয়ে আলোচনা হয়।

এসময় বাংলানিউজ কর্মীদের কর্মক্ষেত্রে কাজ করার সময় যেসব সমস্যার মুখোমুখি হতে হয় তা নিয়ে আলোচনা করে ফিজিওথেরাপিস্ট শাপিন ইবনে সাইদ, শাহরিয়ার জামান ও তানজিম উজ জামান।

কর্মশালার সমন্বয় করেন বাংলানিউজের লাইফস্টাইল বিভাগের এডিটর শারমীনা ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।