ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পাত্র?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
পাত্র?

জনপ্রিয় মডেল ইরা ফেসবুকে পাত্র চেয়ে স্ট্যাটাস দিয়েছেন। তার চাহিদা অনুযায়ী পাত্রকে যে ধাপগুলো উতরে আসতে হবে।



যোগ্যতা:
উচ্চতা-৬ ফিট
রং-ফর্সা
দেখতে ভালো
সুঠাম দেহ
অর্থিক অবস্থা-মধ্যম
হতে হবে বন্ধুসুলভ
সামাজিক তবে বেশি কথা বলা পছন্দ নয় ইরার
তাকে বুঝতে হবে, বুদ্ধিমান তো হতেই হবে, সেই সঙ্গে কেয়ারিং আর লয়েল।
গাড়ি না হলেও স্টাইলিশ একটি বাইক তো থাকতেই হবে।
নিজে মজা করবে হাসতে জানবে, অন্যের সময়টিও করে তুলবে আনন্দময়। যে কোনো আড্ডায় তিনিই হবেন মধ্যমণি।
আচ্ছা সব ঠিক আছে এবার আয়নায় দেখুন চুলগুলো কোঁকড়া তো?

জানেন তো একটা সময় ছিলো যখন শুধু এবং শুধুমাত্র পুরুষদেরই পছন্দের মূল্য ছিলো কোনো সম্পর্ক নির্বাচনে। সেখানে একজন নারীকে একটি পুতুলের বেশি মূল্যায়ন করা হতো না। যার কাজ শুধু সব কিছুতেই মাথা নিচু করে স্বীকার করে সম্মতি জানানো।

কিন্তু দিন পাল্টেছে। এখন নারীদের পছন্দ অপছন্দের মূল্য পরিবার এবং সমাজে প্রতিষ্ঠিত। শুধু ইরাই নয় প্রতিটি মেয়ের মধ্যেই আসলে বাস করে এমনই একজন স্বপ্নপুরুষ।

প্রিয় মানুষটির মধ্যে সব ধরনের গুণই আশা করেন প্রতিটি সচেতন মেয়ে। তবে প্রথম গুণটি হতে হবে ভালো মনের ভালো একজন মানুষ।

বন্ধুরা আরও নানা বিষয়ে জানতে ও আপনার মতামত জানাতে  https://www.facebook.com/bnlifestyle

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।