ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বসন্ত মেলায় অর্গানিক কৃষিপণ্য

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
বসন্ত মেলায় অর্গানিক কৃষিপণ্য

বেইলী রোডের গাইড হাউসের পাশে চলছে বসন্ত মেলা। এ মেলায় চিত্রা অর্গানিক ফার্মসের উৎপাদিত সব পণ্য পাওয়া যাবে।



এসব পণ্য কেমিক্যালমুক্ত। চিত্রার কর্ণধার শাহজাহান শাহীম বলেন, আমাদের পণ্যগুলো বিষমুক্ত উপায়ে নিজেদের তত্ত্বাবধানে উৎপাদন করা। খুলনা, রাজশাহী, পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব কৃষকদের মাধ্যমে এসব পণ্য উৎপাদিত হয়।

চিত্রার পণ্যের মধ্যে আছে আউশ চাল, কাউন চাল, ডাল, হাতেভাজা মুড়ি, লাল আটা, আখের গুড়, মাশরুম, সরিষার তেল, তিল ও তিলের তেল, সেমাই, পোলাওয়ের চাল, তুষের তেল, বিট লবণ, কালোজিরার তেল, রসুন ও মাশরুমের আচার, কুমড়া বড়ি, মুড়ি ও যবের ছাতু, ঘি, মধু, অর্গানিক চা, তুলসী চা, বিভিন্ন সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য ও হারবাল প্রসাধনী।

মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। চলবে ৩০ মার্চ পর্যন্ত। মেলা ছাড়াও চিত্রার পণ্য পাওয়া যাবে তাদের বিক্রিয় কেন্দ্রে। ঠিকানা : ৮০ মালিবাগ, ডিআইটি রোড, ঢাকা। যোগাযোগ : ০১১৯৭২৫৫৭০৪, ০১৭১১০৫২৯৭৫।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।