ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

দারাজ –এর বৈশাখী উপহার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
দারাজ –এর বৈশাখী উপহার

অনলাইনে কেনাকাটাকে আরো আনন্দের করে তুলতে ই-কমার্স সাইট দারাজ ডট কম ডট বিডি  দিচ্ছে  এক অভাবনীয় অফার। হুওয়াউই অনার হোলি
হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে মাত্র ৯,৯৯৯ টাকায় সাথে একটি ব্লুটুথ স্পিকার ফ্রি।



জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজ ডট কম ডট বিডিতে প্রথম ৫০০ জন অর্ডারকারী ৪০শতাংশ ছাড়ে পাবেন হুওয়াউই অনার হোলি হ্যান্ডসেটটি। সেই সাথে রয়েছে বিনামূল্যে হোম ডেলিভারি। ব্লুটুথ স্পিকার ও ফোনটির বর্তমান বাজার দর ১৬৭৫০ টাকা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুমিত সিং বাংলানিউজকে বলেন, বাংলা নববর্ষকে  সামনে  রেখে অনলাইনে কেনাকাটা করা গ্রাহকদের  জন্য এই ছাড় দারাজ-এর উপহার।

দারাজ ডট কম ডট বিডি'র পাবলিক রিলেশন ম্যানেজার ওয়াকার মাহমুদ বলেন, 'দারাজ ডট কম থেকে কেনাকাটা করার সুবিধা এবং আকর্ষণীয় সব অফার মানুষের কাছে পৌঁছে দিতেই এই ফ্ল্যাশ সেল এর আয়োজন।

বাংলানিউজ এর পাঠকরা বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.daraz.com.bd/honor-holly-offer/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।