ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আজিজে বৈশাখ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
আজিজে বৈশাখ

বৈশাখের পোশাক কিনতে সব ফ্যাশন হাউসেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। সবাই ছুটছেন প্রিয় পোশাকের খোঁজে।

সময়ও খুব একটা নেই এরই মধ্যে আমরা অনেক হাউসের বৈশাখী কালেকশন সম্পর্কে আপনাদের জানিয়েছি। আজ জেনে নিন সবার পছন্দের আজিজের বেশ কিছু হাউসের বৈশাখী সম্ভার।  

তরুণ-তরুণী, শিশু-বৃদ্ধ সবার জন্য ‍এখানে পাবেন সাধ্যের মধ্যে সেরা পোশাক।

মেঘে বৈশাখ
ফ্যাশন হাউজ মেঘে এসেছে বৈশাখের পোশাক। এসব পোশাকের নকশা করা হয়েছে লাল-সাদাসহ নানা রঙে। নকশায় দেখা যাবে আবহমান বাংলার ঐতিহ্য।

মেঘের বৈশাখের পোশাকের মধ্যে আছে-মেয়েদের ফতুয়া, টপস, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, শিশুদের সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি এবং টি-শার্ট।

মেঘের বিক্রয় কেন্দ্র শাহবাগের আজিজ সুপার মর্কেটে, ধানমন্ডির মেট্টো শপিং মলে ও মিরপুর অরজিনাল দশ নম্বরে (মিরপুর সাড়ে ১০)।

কারুপল্লীতে মূল্যছাড়
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত হস্ত ও কুটির শিল্পের প্রতিষ্ঠান কারুপল্লীতে চলছে বার্ষিক মূল্যছাড়।

১ এপ্রিল সকাল ১০টায় মূল্যছাড় কার্যক্রমের উদ্বোধন করেন বিআরডিবি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল জলিল মিয়া। মূল্যছাড় পাওয়া যাবে ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। চলবে পুরো এপ্রিল মাস।

কারুপল্লীতে রয়েছে পোশাক, গৃহসাজের সামগ্রী, গহনাসহ ইত্যাদি কারুপন্য। কারুপল্লীর বিক্রয় কেন্দ্র আছে কারওয়ান বাজারের পল্লী ভনের নিচতলায়।

এই বৈশাখে বালুচর
বৈশাখ বাঙালির  প্রাণের  উৎসবে ফ্যাশন হাউস বালুচরে লাল-সাদা ছাড়াও বরাবরের মতো মেজেন্ডা, নীল, কমলা, বেগুনী, মেরুন, পিংক ও কালোর মিশ্রণে কাজ করা হয়েছে।  

এখানে পাবেন নানা ডিজাইনের বাহারি সব পাঞ্জাবি।

বালুচরের নিজস্ব শো-রুম:- ৮১ আজিজ সুপার মার্কেট, (৩য় তলা) শাহবাগ ঢাকা।

সোল-স্টার
ফ্যাশন হাউস সোল-স্টার দিচ্ছে দারুণ অফার যে কোনো কার্ডে কেনা কাটায় বৈশাখে পাচ্ছেন ১০শতাংশ ছাড়।  
ঠিকানা: ৭৮-৭৯ আজিজ সুপার মার্কেট,দোতলা ও ৬৬ আজিজ সুপার মার্কেট, তিন তলা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।