ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মেনজ ক্লাবে সামার লুক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ৪, ২০১৫
মেনজ ক্লাবে সামার লুক

গরমের এ সময়টায় স্বাচ্ছন্দ্য আনতে মেনজ ক্লাব এনেছে ডিজাইন শার্টের নতুন আউটলাইন। পোশাকগুলোতে কলার কাফ এবং ফিটিংসে থাকছে প্যাটার্ন বৈচিত্র্যতা।



আরামদায়ক কাপড়ে রঙ হিসেবে থাকছে সামার সফট কালার। চলতি সময়ের ট্রিম বা স্লিম ফিটের সাথে থাকছে প্রিন্টেট ফেব্রিক বৈচিত্র্য। গরমের এ সময়টায় প্রিন্টেট ফেব্রিক দিবে সফট ভিনটেজ আবহ।

এছাড়াও নিত্যদিনের চলাফেরাতে ক্যাজুয়াল লুক দিতে তরুণ থেকে মাঝ বয়সীদের জন্য থাকছে পিকে পলো, প্যান্টসহ ফ্যাশন অনুসঙ্গ।

কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড় সুবিধা। এ সুবিধা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট শোরুমের জন্য প্রযোজ্য।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।