ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আসছে ক্রিমসন কফি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৫
আসছে ক্রিমসন কফি

দুনিয়াজুড়ে সুখ্যাতি পাওয়া আমেরিকার ওহাইওর ক্রিমসন কাপ কফি এবার পাওয়া যাচ্ছে প্রিয় শহর ঢাকায়। যারা ল্যাটিন আমেরিকার এই বেস্ট রোস্টেট কফির স্বাদ নিয়েছেন, তারা জানেন ল্যাটিন আমেরিকার কফির স্বাদ অস্ট্রেলিয়া কিংবা অন্যদেশের তুলনায় আলাদা।



বনানী ১১ নম্বরে কফি শপে নানা ধরনের কফি ড্রিংকস পরিবেশন করা হচ্ছে। যার মধ্যে আছে ক্যাপাচিনো, হট আইস অ্যান্ড ফ্রোজেন ড্রিংকস।
 
ব্রাউনি, ডোনাট, চকলেট কেক, রেড ভেলবেট কেকের মত মজাদার বেকারি খাবারও পাওয়া যাবে এখানে। আছে আরমান্ডোস কফি ব্লেন্ড।

কলম্বাস কফি শপের পরিচালক রেহানুর রহমান জানান, ১৫ মে থেকে ক্রেতাদের বড়সড় ডিসকাউন্টও দেওয়া হবে। শিগগিরই ধানমণ্ডি, উত্তরা, মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট, কক্সবাজারে কলম্বাসের শাখা খোলা হবে।  

ঠিকানা: ৩৬০০০২০৮, বাসা- ২৫ (২য় তলা), রোড- ১১, ব্লক-এইচ, বনানী, ঢাকা।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।