ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সাজঘরের সাতকাহন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ২৪, ২০১৫
সাজঘরের সাতকাহন

এমন কিছু কি আছে, যেখানে পাওয়া যাবে রূপ, চুল, ফ্যাশন সব সমস্যার সমাধান? যারা সব কিছুই চান একদম পারফেক্ট তাদের জন্য সব সমস্যার সমাধান দিতে বাজরে এসেছে রূপচর্চা বিষয়ক বই সাজঘরের সাতকাহন। বইটিতে পাওয়া যাবে ঘরে বসে রূপচর্চার আদ্যোপ্রান্ত পরামর্শ।

বইটির তিনটি অধ্যায়ে লেখাগুলো সাজানো হয়েছে।

প্রথম অধ্যায়ে রযেছে ত্বকের পরিচর্যা বিষয়ক সমস্যা ও তার সমাধান। বিভিন্ন ঋতুতে ত্বক পরিচর্যা, ত্বকের ধরণ বুঝে পরিচর্যা, মেনিকিওর, পেডেকিওরসহ ত্বকের যাবতীয় পরিচর্যার পরামর্শ।

দ্বিতীয় অধ্যায়ে আছে সাজ-উপকরণের যত্ন এবং বিভিন্ন উৎসব ও ঋতু অনুযায়ী মেকআপের পরামর্শ।

আর তৃতীয় অধ্যায়ে পাঠক পাবেন চুলের পরিচর্যা ও স্টাইল সম্পর্কে বিশেষ টিপস।

দেশের খ্যাতনামা রূপবিশেজ্ঞদের সাক্ষৎকার নিয়ে প্রতিটি লেখা তৈরি করা হয়েছে। বইটির লেখক জনপ্রিয় লাইফস্টাইল পেজ আয়না সময়ের সম্পাদক লাবণ্য লিপি। বইটি তিনি উৎসর্গ করেছেন রূপবিশেষ্জ কানিজ আলমাস খান, রাহিমা সুলতানা রীতা, শারমিন কচি ও আফরোজা পারভীনকে।

বাইটির প্রচ্ছদ করেছেন রাজিব রায়। প্রকাশক ও পরিবেশক মুক্তধারা, মূল্য ২২৫ টাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।