ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বাংলানিউজে ‘দেশি পোশাকে ঈদ’ শীর্ষক মতবিনিময় সভা চলছে

লাইফ স্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ৬, ২০১৫
বাংলানিউজে ‘দেশি পোশাকে ঈদ’ শীর্ষক মতবিনিময় সভা চলছে ছবি : জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদসহ যেকোনো উৎসবেই বাংলাদেশের বাজারে বিদেশি পোশাকের আধিক্য থাকে চোখে পড়ার মতো। দেশজ সংস্কৃতিকে উপজীব্য করে বেশকিছু ফ্যাশন হাউজ যাত্রা শুরু করলেও নানা সীমাবদ্ধতায় পিছিয়ে পড়ছে দেশীয় পোশাক।



কেমন পোশাক চান মানুষ? কেমন হবে দেশি পোশাকের চাহিদা, মান ও মূল্য। কেন আমাদের দেশি ফ্যাশন হাউসগুলো অনেকক্ষেত্রেই বিদেশি পোশাকের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

সময়োপযোগী এসব নানা বিষয় নিয়ে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের আয়োজনে চলছে ‘দেশি পোশাকে ঈদ’ শীর্ষক মতবিনিময় সভা।

শনিবার (০৬ জুন) ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স কক্ষে বিকেল সাড়ে ৪টায় শুরু হয় ‍এ সভা।

বাংলানিউজের লাইফস্টাইল এডিটর শারমীনা ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত রয়েছেন স্টুডিও এমদাদ এর কর্ণধার এমদাদ হক, ফ্যাশন হাউস সাদাকালোর আজহারুল হক আজাদ, আড়ংয়ের আব্দুর রউফ, গ্রামীণ পোশাকের শুভাশিষ ভৌমিক, ডব্লিউডব্লিউ বাটিকের ফারনাজ আলম, ডিজাইনার সাইফ সোহেল, ডিজাইনার সেজান লিংকন, অঞ্জন'স-এর ডিজাইনার বকুল।

এছাড়াও রয়েছেন দৈনিক যুগান্তরের জাকারিয়া, বাংলাদেশ প্রতিদিনের রনক ইকরাম।

অনুষ্ঠানের সার্বিক সহায়তায় রয়েছে ইভেন্ট ম্যানজমেন্ট প্রতিষ্ঠান ড্রিমউইয়েভার।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘন্টা ০৬ জুন, ২০১৫
এসআর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।