ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বাকেল অাপ সামার কালেকশন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
বাকেল অাপ সামার কালেকশন

গরমের এই সময়ে সবকিছুই হওয়া চাই অারামদায়ক। অার পোশাকের ক্ষেত্রেতো কমফোর্টের চেয়ে বড় কিছুই হতে পারে না এসময়ে।

  অারামদায়ক পোশাকের বেলায় ডিজাইনারদের প্রাধান্যের তালিকায় থাকে অারামদায়ক ফেব্রিক।

অার তপ্ত গরমের এ সময়ে ফিটিং পোশাক না ঢিলেঢালা পোশাকই পছন্দের তালিকায় থাকে ক্রেতাদের।

রংএর বেলায় হালকাসব রং ই হয়ে ওঠে গরমের রং। তাই করা হয়েছে বাকেল অাপ- এর এবারের গরমের পোশাকগুলোতে।
গরমের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এবারের সব পোশাক। যেমনি অারামদায়ক তেমনি সজেব, সতেজ, সুন্দর।

লেভেল -১, ব্লক -  সি, দোকান নাম্বার ৩৪- ৩৫, যমুনা ফিউচার পার্ক এবং লেভেল -২, ব্লক – সি, দোকান নাম্বার ১,২,৩, ৪, ১৪, ১৫, বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা। ফোন – ০১৭৭৭৭ ৮৬৮৪৭।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।