ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পারসোনা এবার সিলেট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
পারসোনা এবার সিলেট

সিলেটে যাত্রা করলো পারসোনা। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যশোভিত ও অন্যতম প্রধান এই নগরীর মানুষকে সাজাতে নতুন সহযোগী হয়েছে এই সৌন্দর্যসেবা প্রতিষ্ঠানটি।



১৪ জুন, রোববার বিকাল ৫টায় কেক কেটে এর উদ্বোধন  করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার উপ-পরিচালক (তথ্য) জুলিয়া জেসমিন মিলি, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট নাজনীন হোসেন, এসএসওজে-এর ভাইস-প্রেসিডেন্ট আমিনুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক শামীমা চৌধুরী, মডেল ও উপস্থাপক শারমীন লাকী, পারসোনার চেয়ারম্যান হোসাইন নাসরাত আলী খান ও ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খানসহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেয়ে ও ছেলেদের জন্য সাড়ে সাত হাজার বর্গফুট আয়তনে গড়ে তোলা পারসোনা ও পারসোনা মেনজে থাকছে আধুনিক সৌন্দর্যচর্চার সব সুবিধা।

উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় ফ্যাশন শো-এর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।