ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

হাতের যত্নে..

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মে ১৫, ২০১১
হাতের যত্নে..

আমাদের শরীরের সব চেয়ে যে অংশগুলো বেশি কাজ করে তার অন্যতম হচ্ছে হাত। মানুয়ের সৌন্দর্যের অনেকটা নির্ভর করে হাতের সৌন্দর্যের ওপর।

হাত ছাড়া জীবন চালানোর কথা ভাবতে পারেন? এই হাত দিয়েই আমরা কত কাজ করি, রান্না করা, লেখা, পোশাক পরা সব কাজই করি হাতের সাহায্যে। মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষায় বড় ভূমিকা রাখে আমাদের হাত দুটি। এতো কাজ করে দেয় যেই হাত তার অবহেলা করলে চলে। একদমই না।

হাতের যত্ন করতে হবে:

নিয়মিত হাত পরিস্কার রাখুন  

হাতে সাবান লাগানোর পর মশ্চারাইজার লাগান

দুধের সাথে ময়দা অথবা বেসন দিয়ে পেস্ট তৈরি করে সপ্তাহে দুই দিন লাগালে হাতের রঙ ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে।

চিনি এবং লেবুর রস হাতে ঘষুন, যতক্ষন চিনি মিলে না যায়। এতে হাতের রুক্ষতা দূর হয়ে হাত মসৃণ হবে।

রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন

রান্না করার সময় হাতে গ্লাভস ব্যবহার করতে হবে

হাতের যত্নে নিয়মিত উপটান ব্যবহার করতে পারেন।

আপনার বয়স যেমনই হোক, আকর্ষনীয় সুন্দর দুটি হাত আপনার রুচি এবং ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে। আর তাই অলসতা না করে প্রতিদিন কিছুটা সময় নিয়ে হাতের যত্ন নিন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৫ মে,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।