ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সিলেটে ‘দেশী দশ’র যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
সিলেটে ‘দেশী দশ’র যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: রংধনুর সাত রঙের মতো আলো ছড়াতে সিলেটে যাত্রা শুরু করেছে দেশের নামকরা ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত ‘দেশী দশ’। বাঙালির কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে এ অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতেই এ যাত্রা।



মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগরীর কুমারপাড়ায় দেশীয় ফ্যাশনের অভিজাত বিপনী  ‘দেশী দশ’র উদ্বোধন করেন বিদায়ী জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এ সময় ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা জয়া আহসান।

উদ্বোধনকালে বক্তারা বলেন, একের ভেতর দশ। এই দশে মিলে ‘দেশী দশ’। সম্মিলিত উদ্যোগ যেকোনো কাজে মানুষকে সফলতা এনে দিতে সক্ষম। এর ওপর ভিত্তি করেই দেশে খ্যাতি অর্জন করেছে ফ্যাশন হাউজ ‘দেশী দশ’।

প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, শুধু সিলেটে নয়, সারা দেশে এই প্রতিষ্ঠানকে বিস্তৃত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘দেশী দশ’র পার্টনার আজহারুল হক আজাদ।
 
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।