ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বাকেল অাপ – এ ঈদ কালেকশন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
বাকেল অাপ – এ ঈদ কালেকশন

এবারের ঈদের সময়টা, এই সূর্যের প্রচণ্ড তাপদাহ তো এই অাকাশ কালো করে ঝুম বৃষ্টি। ঈদের পোশাকের বেলায় তাই এবার বিশেষ দৃষ্টি থাকতে হবে।

এসব কথা মাথায় রেখেই ঈদে পোশাকে হরেক রকম বৈচিত্র্য নিয়ে এসেছে ফ্যাশন হাউস বাকেল অাপ। অার পোশাকে রয়েছে নানা রং-এর সমাহার।

বাকেল অাপের এবারের কালেকশনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট – ফতুয়া, প্যান্ট। পাঞ্জাবি তৈরি হয়েছে সিল্ক, সুতি, মটকা সিল্ক, লিলেন কাপড়ে। এসব কাপড়ে তৈরি পাঞ্জাবিতে রয়েছে কারচুপি, এমব্রয়ডারি, প্রিন্টসহ নানা কাজ।

মেয়েদের পোশাকে রয়েছে লেস ফেব্রিক, জর্জেট, লিলেন, সাটিন সিল্ক কাপড়ে তৈরি শর্ট, লং, সেমি লং টপস, সালোয়ার কামিজ (টু পিস), জাম্প স্যুট, টপসে রয়েছে এমব্রয়ডারি, কারচুপি, প্রিন্টসহ নানা কাজ।

কেবলমাত্র ঈদকে উপলক্ষ করে রয়েছে বাকেল অাপের এক্সক্লুসিভ কালেকশন “বাকেল অাপ গ্রেস। ”

ঠিকানা - লেভেল -১, ব্লক -  সি, দোকান নাম্বার ৩৪- ৩৫, যমুনা ফিউচার পার্ক এবং লেভেল -২, ব্লক-সি, দোকান নাম্বার ১,২,৩, ৪, ১৪, ১৫, বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।