ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে সোল স্টারের পাঞ্জাবি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
ঈদে সোল স্টারের  পাঞ্জাবি

এবারের ঈদ উপলক্ষে ছেলেদের জন্য নানা রকম পাঞ্জাবি এনেছে  সোল স্টার। সোল স্টারের  ব্র্যান্ডের ঈদের পাঞ্জাবিতে রয়েছে শর্ট, সেমি লং প্যাটার্ন।



সোল স্টার  কর্তৃপক্ষ জানিয়েছে, সেলাই  ও এমব্রয়ডারির  বিভিন্ন নকশার মাধ্যমে সোল স্টারের  পাঞ্জাবিতে বিশেষত্ব আনা হয়েছে। লাল, কফি,  জলপাই সবুজের পাশাপাশি হালকা আকাশি, সাদা, অফ হোয়াইট, ধূসর রং বেছে নেওয়া হয়েছে।

সোল স্টারের  ব্রান্ড ডিরেক্টের রনি জানান এ বছর ছেলেদের পোশাকে উজ্জ্বল রং-এর প্রাধান্য রয়েছে, সঙ্গে রয়েছে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কাটের এবং ডিজাইনের সংমিশ্রণ। তাই অন্য সময়ের চেয়ে এবারের ঈদে ভিন্নতা এনেছে সোল স্টার।

আজিজ সুপার মার্কেটে ঈদে ছেলেদের পাঞ্জাবি ১০৯০ থেকে ১৪৯০ টাকার মধ্যে কেনা যাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।