ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ফ্যাশনে নজরুল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মে ২৫, ২০১১
ফ্যাশনে নজরুল

২৫ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তিনি আমাদের জাতীয় কবি।

শ্রদ্ধা ও ভালোবাসায় আমরা স্মরণ করছি নজরুলকে। ফ্যাশন সচেতন তরুণরা কেউ কেউ  কবিকে ধারন করছেন তাদের পোশাকে। তরুণদের প্রিয় পোশাক ‘টি শার্টে’ উঠে এসেছে নজরুলের ছবি, গান ও কবিতার বিভিন্ন পংক্তি।  

 কোনো কোনো ফ্যাশন হাউস নজরুলকে নিয়ে তৈরি করেছে মগ, টি শার্ট ও ফতুয়া। এদের মধ্যে বসুন্ধরা সিটির লেভেল ৭ এর দেশি দশে সাদাকালো নিয়ে এসেছে কবির ছবি ও কবিতার পংক্তি লেখা মগ।

শাহবাগের আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ফ্যাশন হাউস ‘সৌম্য’ নজরুলকে নিয়ে তৈরি করেছে টি শার্ট। সৌম্য’র বিক্রেতা জানালেন, বিশেষ দিনের পোশাকের চাহিদার কথা মাথায় রেখেই তারা কিছু টি শার্ট তৈরি করেছেন।

তবে দুঃখের বিষয় হলো, এতো এতো ফ্যাশন হাউসের মধ্যে হাতে গোনা মাত্র কয়েকটি দোকানে আমাদের জাতীয় কবিকে নিয়ে কাজ হচ্ছে।

এ প্রসঙ্গে দোকানীরা আক্ষেপের সুরে বললেন, ‘আমরা বিশেষ দিনকে সামনে রেখে টাকা বিনিয়োগ করে পোশাক তৈরি করি। কিন্তু ক্রেতারা সেই পোশাক কিনতে চায় না। কিংবা নির্দিষ্ট দিনের পরই ওই পোশাকের ভ্যালু শেষ। তাহলে এ জাতীয় পোশাক বের করে কী লাভ? ’

বাংলাদেশ সময় ১০৩৫, মে ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।