ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

দিনের শুরু...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
দিনের শুরু...

স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সাথে আড্ডায় বাদাম অপরিহার্। আমরা প্রায়ই বাদাম তো খাচ্ছি কিন্তু এই বাদামের পুষ্টিগুণ যে কত তা হয়তো অনেকেই জানি না।

আমাদের শরীর এবং ত্বক দুটোই ভালো থাকে নিয়মিত বাদাম খেলে।   

আসুন জেনে নেই বাদামের পুষ্টিগুণ:
বাদাম খেলে এনার্জি পাওয়া যায়
বাদামে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে, যা দেহ গঠনে ও মাংসপেশী তৈরিতে সাহায্য করে
নিয়মিত বাদাম খেলে দীর্ঘ সময় তারুণ্য ধরে রাখে
বাদামে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, ফাইবার পেট পরিষ্কার রাখে এবং হজমশক্তিকেও সক্রিয় রাখে
কাজুবাদাম আমাদের হৃদযন্ত্র সুস্থ রাখে
দাঁতও দাঁতের মাড়ি মজবুত করে
ত্বক ও চুল উজ্জ্বল, মসৃণ করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
আখরোট খেলে হাড় মজবুত হয় মস্তিস্ক বিকাশে সহায়তা করে
পেস্তা বাদাম রক্ত পরিষ্কার করে আমাদের লিভার ও কিডনি ভালো রাখে
আমন্ডকে বাদামের রাজা বলা হয়। এতে ক্যালসিয়াম, ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফলিক এসিড ও ভিটামিন ই রয়েছে এটি শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য ও ত্বকের নানা সমস্যা সমাধানে কার্কর
কোলন ক্যান্সারের ঝুঁকি কমে।

আমাদের খুব তাড়া। সকালে উঠেই শুরু হয় সারা দিনের কর্মযুদ্ধ। আর তাই সারা দিনের কর্ম শক্তিও পুঁজি করে নিতে হবে সকালেই। প্র্রাণ শক্তিতে ভরা ও সুস্থ থাকতে প্রতিদিন সকালে পরিবারের সবাই রাতে ভিজিয়ে রাখা মাত্র ৫ পিস যে কোনো বাদাম খাওয়ার অভ্যেস তৈরি করুন।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।