ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

দু’টি কিনলে একটি ফ্রি!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
দু’টি কিনলে একটি ফ্রি! ছবি: সংগৃহীত

বনানীর হোটেল সারিনায় মাসব্যাপী শুরু হয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন । দেশি বিদেশি নানা খাবারের এই আয়োজন চলবে পুরো সেপ্টেম্বর জুড়ে।



এখানে দুপুরের বুফে  তে রয়েছে ৬০ পদের খাবার। এসব খাবারের মধ্যে থাকছে মাছের কিছু স্পেশাল ডিশ যেমন গ্রিল্ড ফিশ, ফিশ মনিউর, ডিপ ফ্রাইড ফিশ, চিংড়ির মজাদার বারবি কিউ, এছাড়া চিকেন রোষ্ট, চিকেন বাটার মাসালা, জাপানি সুসি, তারিয়াকি চিকেন, চিকেন বাদাম সালাদ।

আর রাতের আয়োজনে হায়দারাবাদী বিরিয়ানি, দম বিরিয়ানি, কাশ্মীরি পোলাও, নানা স্বাদের কাবাব, বিফ কড়াই, মাটন ঝাল কোরমা, সবজির দো পেঁয়াজো, বিভিন্ন ধরনের চাটসহ প্রায় ৭০টি আইটেমের খাবার রয়েছে।

মাত্র ১৯৮০ টাকায় দুপুর ও ২১৭৫ টাকায় রাতের খাবার পাওয়া যাবে। এই আয়োজনে অতিথিরা  দু’টি বুফে প্যাকেজ কিনলে একটি বুফে উপভোগ করতে পারবেন একদম ফ্রি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।