ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লা রিভে ঈদ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
লা রিভে ঈদ ছবি: সংগৃহীত

ঈদুল আযহা উপলক্ষে আকর্ষণীয় ও নজরকাড়া সব নতুন পোশাকের আয়োজন নিয়ে বর্ণিল সাজে সেজেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ।

উৎসবকে সামনে রেখে লা রিভে এসেছে নানা রং ও ডিজাইনের পোশাক।

বরাবরের মতোই বৈচিত্র্যময় ডিজাইন ও অলংকরণে সমৃদ্ধ লা রিভের পোশাক আপনার উৎসবে যোগ করবে ভিন্ন মাত্রা। পোশাকের নতুন আঙ্গিকে উপস্থাপন, থিম- মোটিফ-প্যাটার্ন আর স্টাইলে ভিন্নতা লা রিভের পোশাককে করেছে অনন্য।

গরমের সময়ে এবারের ঈদ হচ্ছে। এসময়ে পোশাক ব্যবহারে আরামের কথা বিবেচনা করে বেছে নেওয়া হয়েছে সুতি কাপড়, সিল্ক, মসলিন, এন্ডি সিল্ক, জয়শ্রি, এন্ডি কটন, জর্জেট, শিফন।

কারচুপি, এম্ব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, ব্লক, স্টিচিংসহ কারুকাজে সমৃদ্ধ এসব পোশাক উৎসবে আপনাকে করবে অন্য সবার চেয়ে আলাদা।

পোশাকগুলোর রং নির্বাচনে উজ্জ্বল রং প্রাধান্য দেয়া হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।