ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

হ্যালোইন উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
হ্যালোইন উৎসব

ছোটবেলায় ভুতের গল্প শুনে ভয় পাইনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আবার সেই ভুতের গল্প শোনার জন্যই ছিলো সব আবদার।

সেসব গল্পে রাজকুমারীকে প্রায়ই ভুতের রাজ্যে তুলে নেওয়া হতো। মনে আছে? আপনিও  ভুতের রাজ্যে ঘুরে বেড়াতে চান? এই সুযোগ পাবেন ৩১অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী এবারের পিবিএস  হ্যালোইন উৎসবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে ১০ অক্টোবর থেকে টিকিট সংগ্রহ করুন। মূল্য ৩০০ টাকা, মাত্র ১০০০ জন সৌভাগ্যবান অংশ নিতে পারবেন দেশের একমাত্র হ্যালোইন উৎসবে।

টিকিটের সঙ্গে পাচ্ছেন:
ফ্রি এন্ট্রি
লাইভঘোস্ট,
হন্টেট গুহা
ফাইভডি মুভি
ফরচুন টেলার-

সঙ্গে রয়েছে অনেক অনেক ভূতের বই ও বিনোদনের ব্যবস্থা।

আর প্রথমবারের মতো হচ্ছে হন্টেট হাউস। এখানে ঢুকতে দিতে হবে বাড়তি ২০০ টাকা। ভেতরে থাকবে ভুত।

ভুতের ভয় দূর করতেই এই আয়োজন বলে জানান পিবিএস-এর সিইও আলী আফজাল নিকোলাস।

ভুতের সাজে যারা আসবেন তাদের মধ্যে থেকে সেরা পোশাকের জন্য তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।

পিবিএস-এর শান্তিনগর শাখায় হ্যালোইন উৎসব আয়োজন করা হচ্ছে।

ধানমন্ডি, উত্তরা ও শান্তিনগর পিবিএস এর শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

হটলাইন: ০১৭৯০৩৩১১৩৩
 
এই উৎসবের অনলাইন মিডিয়া পার্টনার বাংলানিউজ টোয়েন্টিফোর.কম।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।