ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পার্টি পোশাক খুঁজছেন?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
পার্টি পোশাক খুঁজছেন?

প্রায়ই কোনো না কোনো পার্টিতে যেতে হয়। সব প্রোগ্রামে যাওয়ার জন্য সাধ্যের মধ্যে মনের মতো রুচিশীল পার্টি পোশাক খুঁজছেন?

লাইফস্টাইল স্টোর, এক্সট্যাসি এনেছে কিছু নতুন পার্টি পোশাক।

পাশ্চাত্য ফ্যাশনের চলতি ধারায় মিল রেখেই রেডি টু ওয়্যারে আনা হয়েছে ইয়াং ক্রেজ। আরামদায়ক ভিসকোস, নিট, কটন বা স্টাইলিশ সিল্ক, জর্জেট, ম্যাশ ফেব্রিক বা সাটিন ফেব্রিকে থাকছে সমকালীন ডিজিটাল প্রিন্টিং-এর নানা শেড।

রাতের বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের গর্জাস লুকের জন্য এসব গাউন, স্কার্ট বা টপস-কুর্তি হতে পারে স্মার্ট ওয়্যারড্রব সল্যুশন।

দুই থেকে আট হাজার টাকার মধ্যে শুধুমাত্র বনানী, উত্তরা, যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটির এক্সট্যাসি স্টোরে মিলবে এসব পার্টি পোশাক।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।