ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ব্রাইডাল ফেস্টিভ্যালে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
ব্রাইডাল ফেস্টিভ্যালে

শেষ দিনের মতো চলছে ওয়েডিং এন্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশ (ডব্লিউপিপিবি) আয়োজিত তিনদিনব্যাপী ব্রাইডাল ফেস্টিভ্যাল ২০১৫।

গত ১৯ নভেম্বর ২০১৫ বৃহস্পতিবার বিকাল ৩ টায় গুলশান শুটিং ক্লাবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম, ডব্লিউপিপিবির সভাপতি প্রিত রেজা ও সাধারণ সম্পাদক সজীব পল।

এই উৎসবে অংশগ্রহণ করেছে ওয়েডিং ডায়েরি, ব্রাইডাল মোমেন্ট, ইশরাত আমিন ফটোগ্রাফি, ওয়েডিং স্টোরি, কৃ ইভেন্টস, স্টেশন ওয়েডিং, ওয়েডিং মোমেন্টস, রেড, সাজ, রিজেন্সি হোটেল, ওশান প্যারাডাইস, জাহিদ খান মেকওভার, ওয়েডিং প্ল্যানার, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে ক্যাটারার ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

সাজপোশাক থেকে শুরু করে গহনা, ভেন্যু, ডালা, স্টেজ, মেহেদি, ফটোগ্রাফি, হানিমুন পর্যন্ত- উৎসবের সব আয়োজন একই ছাদের নীচে পেয়ে দারুণ উচ্ছসিত ‍অতিথিরা।

ফেস্টিভ্যাল প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিলো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।