ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ফ্যাশন হাউস নিপুনে মূল্যছাড়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ফ্যাশন হাউস নিপুনে মূল্যছাড়

ফ্যাশনের কারিগড় নিপুন। বাংলাদেশের দেশীয় ফ্যাশনের অন্যতম হাউস।

দেশীয় পোশাকের বাইরেও নিপুন হোম ফার্নিচার, বেড কভার, কার্টেন, কুশনকাভার, হ্যান্ড মেইড ও প্যাচওয়ার্কের কুইল্ট, শো-কুশন, প্লেসমেট’এর জন্য স্বনামে খ্যাত।

আভিজাত্যের অন্যতম নির্দশন এসব হোম ডেকোরসহ নিপুনের সব পোশাকের নির্ধারিত ডিজাইনে চলছে শীতকালীন মূল্যছাড়। সবোর্চ্চ ৬০শতাংশ পর্যন্ত এই মূল্যছাড় দেওয়া হচ্ছে। ছাড় চলছে দেশীদশ ছাড়া নিপুনের উত্তরা, যমুনা ফিউচার পার্ক, মিরপুর, ধানমন্ডির হোসেন প্লাজা ও সিলেটের শোরুমে।

এছাড়াও, বিয়ে এবং নানা উৎসব উপলক্ষে নিপুন দিচ্ছে  একই রকম পোশাক বানানোর সুযোগ। শাড়ি, পাঞ্জাবি, ছোটদের পোশাকের অর্ডার দিলে নিপুন তৈরি করে দেবে একই ডিজাইনের পোশাক। সর্বনিম্ন ১০ টি থেকে সবোর্চ্চ ২০০ পোশাকের অর্ডার নিচ্ছে নিপুন।

নিপুনের সঙ্গে যোগাযোগ – 8120048

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।