ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

দেশের বাজারে আসল সি ফিশ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
দেশের বাজারে আসল সি ফিশ

বিশ্বব্যাপী সমাদৃত সামুদ্রিক মাছ বা সি ফিশের চাহিদা বেড়েছে বাংলাদেশেও। সেই চাহিদার সঙ্গে তাল মেলাতে দেশের বাজারে ফ্রেশ সি ফিস তুলে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘ব্লু ওশান সি ফিশ’।



বেশ আগে থেকেই বিভিন্ন পাঁচ তারকা হোটেলে সামুদ্রিক মাছ সরবরাহের কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। এবার দেশের বাজারে, সবার কাছে সি ফিশ পৌঁছে দিতে মাঠে নেমেছেন তারা।

ব্লু ওশান সি ফিশ-এর সিইও ফাহিম সোলায়মান বলেন, অভিজাত হোটেলগুলোর মধ্যে শুধু নয়, সবার পাতে প্রিয় সামুদ্রিক মাছ পৌঁছে দিতেই কাজ করছি আমরা।  

সম্প্রতি জনপ্রিয় মডেল অভিনেত্রী রিচি সোলায়মানকে ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

ব্লু ওশান সি ফিশের উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে রূপচাঁদা, লবস্টার বা গলদা চিংড়ি, কোরাল ও টুনা।

যোগাযোগ: ০১৬১৫১৫৭০৮৩।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।