ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

কমিকন ২০১৫

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
কমিকন ২০১৫

বিশ্বের সুপারহিরো আর সুপার ভিলেনরা একসঙ্গে। বাদ পড়েন নি কমেডিয়ানরাও।

সবার মিলন মেলা বসেছে যমুনা ফিউচার পার্কে। ১০ ডিসেম্বর থেকে ১২ তিন দিনব্যাপী এই আয়োজনে মেতে উঠেছে তরুণরা।

ঢাকার উদীয়মান এই পপ সংস্কৃতির অংশ হতে প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীরা তাদের প্রিয় ক্যারেক্টার এর অনুকরণে কসপ্লে করছেন।

প্রথমবারের মত ঢাকায় অনুষ্ঠিত এ বছরের ইভেন্টটিতে আন্তর্জাতিক অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে দর্শনার্থী ও কসপ্লেয়াররা ইন্ডিয়ান কমিকনের সদস্যদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছে।

এছাড়াও “ইলেভেনথ আওয়ার” নামে ফ্লোরিডা ভিত্তিক একদল ভিডিও গ্রাফার ঢাকা কমিকন-২০১৫ এ অংশগ্রহণের পাশাপাশি পুরো ইভেন্টটি ভিডিও করছে। এই দলটি নিউইয়র্ক কমিকন এবং স্টার ওয়ার সেলিব্রেশন, দিল্লি কমিকন, এবং মুম্বাই কমিক ও ফিল্ম কনভেনশনে অংশগ্রহণ করেছে।

এছাড়াও ইভেন্টে অংশগ্রহণকারীরা অনেক আন্তর্জাতিক কমিক বই পরিবেশকদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি ক্লাসিক সংগ্রহগুলো কিনতে পারছেন।

অনুষ্ঠানটির স্পন্সর করছে অনলাইন বিক্রয় প্লাটফর্ম বিক্রয় ডটকম।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।