ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সৌন্দর্য সেবা নিয়ে ওয়ারীতে পারসোনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
সৌন্দর্য সেবা নিয়ে ওয়ারীতে পারসোনা ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারী-পুরুষের সৌন্দর্য সেবা নিয়ে রাজধানীর ওয়ারীতে শাখা খুলেছে পারসোনা। ওয়ারীর ৪১ নম্বর র্যাঙ্কিং স্ট্রিটের এ কে ফেমাস টাওয়ারের ৪ তলায় শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানটির ১১তম শাখার উদ্বোধন করা হয়।



এ সময় পারসোনার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কানিজ আলমাস, সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সানজিদা খাতুন, এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহা,

সংগীত শিল্পী ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, অভিনেত্রী জয়া আহসান, তানভীন সুইটি, উপস্থাপিকা শারমীন লাকি প্রমুখ উপস্থিত ছিলেন। কানিজ আলমাস বলেন, ঐতিহ্যবাহী পুরান ঢাকার মানুষদের সৌন্দর্য চর্চায় আজ থেকে আমরাও যুক্ত হচ্ছি। এখন আর কষ্ট করে বিভিন্ন শাখায় যেতে হবে না।

‘বাড়ির পাশেই সব ধরনের সৌন্দর্য সেবা পাবেন এখানকার গ্রাহকরা। কেননা পুরান ঢাকার মানুষ সৌন্দর্য চর্চায় বেশ যত্নশীল। আমরা তাদের সে সুবিধা দিতে চাই। ’
ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে পারসোনার শাখা রয়েছে বলে জানান তিনি।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে কানিজ আলমাস খানের মেকআপ ও হেয়ার স্টাইলে এক ফ্যাশন শোতে নেন মডেলরা।

নতুন এ শাখায় হেয়ার ট্রিটমেন্ট, রিবন্ডিং, ফেসিয়াল, ব্রু-প্লাক, হেয়ার স্টাইল, স্পা, ব্রাইডাল ম্যাকআপ প্যাকেজসহ বিভিন্ন সৌন্দর্য সেবা দেবে পারসোনা।
নারী-পুরুষের এসব সেবা সব শাখায় দিচ্ছে সৌন্দর্য সেবাদানকারী এ প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসকেএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।