ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শব্দের সীমা ছাড়িয়ে স্বাধীন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
শব্দের সীমা ছাড়িয়ে স্বাধীন

মানুষ হিসেবে সবারই রয়েছে মাতৃভাষায় কথা বলার অধিকার। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে পুরো দেশের মানুষের একটাই চাওয়া পূরণে, সংঘটিত হয়েছিলো ভাষা আন্দোলন।

রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা পেয়েছিল মাতৃভাষা বাংলা।

সেই দিনটি এখন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। তবে ভাষা কি শুধুই মৌখিক উচ্চারণে সীমাবদ্ধ? নাকি ভাষা শব্দের চেয়েও বেশি কিছু?
 
রাজধানীর বিজয় নগরে অবস্থিত ঢাকা বধির হাই স্কুলে পড়ছে অসংখ্য ছাত্রছাত্রী। যাদের একমাত্র ভাষা ইশারা। এবার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তাদের সাথেই যোগ দেয় রেডিও স্বাধীনের সদস্যরা।

ছাত্রদের কাছ থেকে তারা আলতাফ মাহমুদের অমর সংগীত “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটি ইশারা ভাষায় মাধ্যমে শিখে নেয়। কীভাবে শব্দ ছাড়াও মনের ভাব বিনিময় করা যায়, স্মরণ করা যায় ভাষা শহীদদের, তা শব্দহীন এই কিশোর-কিশোরীরা নিপুন ভাবে শিখিয়েছে।

শব্দহীন কিশোর-কিশোরীদের ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদনের ভিডিও দেখতে ক্লিক করুন:


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।