ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ক্যাজুয়াল ওয়ার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
ক্যাজুয়াল ওয়ার

বডি ফিট বা স্লিম ফিট শার্ট আর পলো শার্টের কালারফুল ক্যাজুয়াল আউটফিট এসেছে  জেন্টল পার্কের নতুন কালেকশনে।

শার্টে ফেব্রিক হিসেবে কটনকে প্রাধান্য দেয়া হয়েছে।

ব্যান কলার, স্লোডার লুপ, আপার স্টিচ শার্টের আউটগোয়িং লুকে বাড়তি ফ্যাশন বহন করেছে।

সলিড বা সফট টোনের কালার ভেরিয়েশনে ফেড ওয়াশ বা এনজামইম ওয়াশের কারণে পোশাকে থাকছে আরামদায়ক অনুভূতি।

পাশাপাশি জিন্স, জুতো, ফরমাল প্যান্ট, ব্লেট, থ্রিকোয়ারটার প্যান্ট থাকছে জেন্টল পার্কের ডিজাইন লাইন আপে।   



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।