ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

হাজার ঢঙের শাড়ির মেলা ১ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
হাজার ঢঙের শাড়ির মেলা ১ এপ্রিল

ঢাকা: হাজারটি শাড়ি, হাজারটি ভিন্ন ঢঙে- এমনই এক ব্যতিক্রমী মেলার আয়োজন হচ্ছে রাজধানীতে।

বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১ এপ্রিল (শুক্রবার) থেকে ৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে শিল্পী কাজি গোলাম কিবরিয়ার (শিল্পী কিবরিয়া) ‘বাংলার শাড়ি, বাঙালির শাড়ি’ শীর্ষক একক প্রদর্শনী (শাড়ি মেলা) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১ এপ্রিল বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শাড়ি প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

আড়ং, কে-ক্রাফ্ট, বাংলার মেলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা অভিজ্ঞ শিল্পী কিবরিয়া  জানান, এতে থাকছে এক হাজার শাড়ি, যার একটির সঙ্গে অন্যটির ডিজাইনে মিল থাকবেনা।   মেলায় প্রদর্শীত শাড়িগুলোতে শিল্পী কিবরিয়া নিজের হাতে তুলি ও ব্লক দিয়ে কাজ করেছেন। তিনি বলেন এর আগে দেশে এমন প্রদর্শনী আর হয়েছে বলে তার জানা নেই।

প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় (৩ নম্বর গ্যালারিতে)।

প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ট পর্যন্ত চলবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার (২৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসকেএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।