ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পহেলা বৈশাখে সুনাইনা’র বুটিকসের ফ্যাশন সম্ভার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
পহেলা বৈশাখে সুনাইনা’র বুটিকসের ফ্যাশন সম্ভার

ঢাকা: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে নানা ডিজাইনের শাড়ি, সেলোয়ার কামিজসহ বিভিন্ন ধরনের ফ্যাশন পণ্যের সম্ভার এনেছে সুনাইনা’স বুটিকস।
রোববার (০৩ এপ্রিল) সুনাইনা’স বটিকসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১২ সালে অনলাইনে কেনাকাটার মাধ্যমে যাত্রা শুরু হয় সুনাইনা’স বুটিকসের। বিভিন্ন ধরনের মনকাড়া ডিজাইন ও রুচি সম্মত মানের কারণে ক্রেতাদের মন জয় করেছে প্রতিষ্ঠানটি।

তরুণ নারী উদ্যোক্তা সুনাইনা মান্দিপা বলেন, গ্রাহকদের চাহিদা বিবেচনা করে গুলশানের পুলিশ প্লাজায় একটি শোরুম উদ্বোধন করা হয়েছে।

‘এতে অনলাইন ক্লায়েন্টরা এখন দেখে নিজের পছন্দের ড্রেস ও শাড়ি কিনতে পারছেন। ’

তিনি বলেন, পণ্যের মানের বিষয়ে আমরা কখনও সমঝোতা করি না। প্রতিযোগিতামূলক বাজারে মূল্য ও কোয়ালিটি পণ্যই আমাদের ক্লায়েন্ট ধরে রাখতে সাহায্য করে। আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পহেলা বৈশাখ উপলক্ষে জামদানি ও টাঙ্গাইল শাড়ি ছাড়াও সিল্ক কোটা, জরি কোটা, তান্তুজ, কাঞ্জিভারাম, সিল্ক, বেনারসি শাড়ির বিশাল সমারোহ রয়েছে সুনাইনা’স বুটিকসকে।

শো-রুমের ঠিকানা- পুলিশ কনকর্ড প্লাজা, দোকান#৩৭৯ (দ্বিতীয় তলা) গুলশান-১, ঢাকা।

ফেসবুকেও www.facebook.com/SunainaSBoutique সুমনা বুটিকসের পণ্য দেখতে পারেন আগ্রহী গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।