ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

রঙ বাংলাদেশ এবার ময়মনসিংহ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
রঙ বাংলাদেশ এবার ময়মনসিংহ

নতুন বছরের শুরুতেই রঙ বাংলাদেশ এবার ময়মনসিংহ শহরে। সম্প্রতি আর কে মিশন রোডে (২৯/সি,) ৩য় তলায় রঙ বাংলাদেশের নতুন শোরুমটির উদ্বোধন করেন এর কর্ণধার সৌমিক দাস।

এসময় রঙ বাংলাদেশ-এর সিওও অভিজিৎ রায়, শ্রাবণী  সাহা, জামিউল হাসানসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সৌমিক দাস বলেন, নতুন এই আউটলেটেও ভোক্তারা তাদের পছন্দের প্রতিটি ফ্যাশন পণ্য সাধ্যের মধ্যেই পাবেন।

১৯৯৪ সালে রঙ-এর যাত্রা শুরু হলেও ২১ বছর পর রঙ-এর স্বত্বাধিকারীরা ব্যবসা সম্প্রসারণের জন্য আলাদাভাবে পরিচালনার সিদ্ধান্ত নেন। সৌমিক দাসের নেতৃত্বে পুরনো অভিজ্ঞতাকে সঙ্গী করে যাত্রা শুরু করে রঙ বাংলাদেশ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।