ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

গ্রামীণ ইউনিক্লোর বর্ষার পোশাক 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৬
গ্রামীণ ইউনিক্লোর বর্ষার পোশাক 

সামনেই আসছে বর্ষাকাল! বৃষ্টি কাদাঁর পরিবেশে মানান সই পোশাক নির্বাচন করতে অনেকেই হিমশিম খান। তাই এই বর্ষার আবহাওয়া ও বৃষ্টির কথা বিবেচনা করে গ্রামীণ ইউনিক্লো এনেছে উজ্জ্বল রং, হালকা ফেব্রিক্স ও আর্কষণীয় ডিজাইনের মেয়েদের কামিজ এবং ছেলেদের গ্রাফিক শার্ট ও পোলো টি-শার্ট।

 

বর্ষা উপযোগী আরামদায়ক কামিজ পাবেন ১ হাজার ৬৯০ টাকায়। কামিজের সাথে মানানসই রংয়ের লেগিংস পাবেন ৩৫০ টাকায় ও পালাজ্জো পাবেন ৭৯০ টাকায়। এছাড়া ছেলেদের গ্রাফিক শার্ট ৪৯০ ও পোলো টি শার্ট ৯৯০ টাকা করে।

এছাড়াও গ্রামীণ ইউনিক্লোতে সফট এন্ড স্ট্রেইস ট্যাংক টপ, লেগিংস এবং ব্রক্সার ব্রিফ-এ চলছে ১০শতাংশ ছাড়।  
পোলো শার্ট-এ ২০০ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে ২৯ মে পর্যন্ত।

ক্রেতারা বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড এবং গুলশান বাড্ডা লিংক রোডের শোরুমে ছাড়ে কেনা কাটা করতে পারবেন।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।