ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নাবিলা বুটিকসের তৃতীয় শোরুম ধানমন্ডিতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মে ৩০, ২০১৬
নাবিলা বুটিকসের তৃতীয় শোরুম ধানমন্ডিতে

অভিজাত এলাকা ধানমন্ডির সাত মসজিদ রোডের ৭/এ রোডের ৮৪ নং বিল্ডিং-এ চালু হয়েছে নাবিলা শপিং মলের (নাবিলা বুটিকস লিঃ) তৃতীয় শোরুম।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোববার সন্ধ্যায় শোরুমটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নাবিলা হাউসের চেয়ারম্যান টি আই এম নুরুন নবী ও ব্যবস্থাপনা পরিচালক শামীম নবীসহ মিডিয়ার ‍অনেকেই উপস্থিত ছিলেন।  

উদ্বোধন শেষে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমাদের দেশের তরুণরা এখন অনেক ফ্যাশনেবল হয়েছে যা অনুপ্রাণিত হওয়ার মতো। ফ্যাশন চর্চা এক ধরনের সংস্কৃতি চর্চা করার মতোই। নিজেকে পরিপাটি রাখার মধ্য দিয়ে একজন ভালো মানুষ হওয়ার মানসিকতা কাজ করে। তিনি আরও বলেন, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নাবিলার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। '
যোগাযোগ: ০১৬১৪৬৬৩৩০৩ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।