ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

টাঙ্গাইল শাড়ি কুটিরের নতুন শাখা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ৬, ২০১৬
টাঙ্গাইল শাড়ি কুটিরের নতুন শাখা

রাজধানীর কনকর্ড পুলিশ প্লাজায় ৩ জুন (শুক্রবার) যাত্রা শুরু করেছে টাঙ্গাইল শাড়ি কুটির। নারীদের পছন্দের শাড়ির জন্য সব সময়ই জনপ্রিয় প্রতিষ্ঠানটি।

 

নতুন শোরুম উদ্বোধন করেন সবার প্রিয় সঙ্গিতশিল্পী রোজোয়ানা চৌধুরী বন্যা ও মিডিয়া ব্যক্তিত্ব মুন্নি সাহা।  

মনিরা ইমদাদের দীর্ঘদিনের পরিশ্রমের সফল রূপ টাঙ্গাইল শাড়ি কুটিরের এবারের যাত্রাও শুরু হলো ভিন্নধর্মী এক শো-র মাধ্যমে। সিজি ওয়ার্ল্ডের হেলাল আহমেদের তত্বাবধানে এই শোতে মডেল হিসেবে অংশ নেন নমিরা, অর্পিতা আলম, রিবা, পি জে হেলেন, মারিয়া ও হারসাত। জমকালো এ শো-এর কোরিওগ্রাফি করেন, মডেল ও কোরিওগ্রাফার লিনা খান।  

একজন নারী কতো ভাবে শাড়ি পরতে পারেন, শো-এর মাধ্যমে তাই তুলে ধরা হয় ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।