ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বসুন্ধরা সিটিতে এক ঘষাতেই দারুণ ঈদ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ২২, ২০১৬
বসুন্ধরা সিটিতে এক ঘষাতেই দারুণ ঈদ

উত্তরা থেকে সুমনা বসুন্ধরা সিটিতে ঈদের কেনাকাটা করতে গেছেন। প্রতি ৫০০ টাকার পণ্য কিনলেই দোকানীর কাছ থেকে পাওয়া যাচ্ছে একটি স্ক্যাচ কার্ড।

সুমনা বেশ যত্ন করে কার্ডগুলো রাখছেন। অনেকটা সময় নিয়ে কেনাকাটা শেষ করে বের হয়ে আসার সময় তিনি গেলেন গিফট জোনে।  

প্রথম স্ক্যাচ কার্ড ঘষে নাম্বারটা মেলাতেই পেয়ে গেলেন চমৎকার একটি হীরার গহনার সেট।  
এভাবেই রানা, তানজিম, প্রিয়াসহ অনেকেই বসুন্ধরা সিটিতে শপিং করে জিতে নিচ্ছেন টিভি, এসি, ফ্রিজ
মোটর সাইকেল, থাইল্যান্ড ভ্রমণসহ শত শত পুরস্কার।  

কর্তৃপক্ষ জানিয়েছে, সবার ঈদের আনন্দ বাড়িয়ে দিতেই পুরো রমজান মাস জুড়েই বসুন্ধরা সিটির ২১ তম এই আয়োজন। ঈদ শপিং স্ক্র্যাচ কার্ড উৎসবে ১৬৭ টি মেগা পুরস্কারসহ প্রতিদিনই ৪০০ টির বেশি উপহার রয়েছে ক্রেতাদের জন্য।  

এছাড়াও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২৭ জুলাই গাড়ি, বিদেশ ভ্রমণের টিকিটসহ আকষর্ণীয় ১১টি মেগা পুরস্কার ভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে।

দেশের জনপ্রিয় শপিং সেন্টারের বিশেষ এই আয়োজনে কো স্পন্সর হিসেবে রয়েছে এডিসন গ্রুপ (সিমফনি), লুবনান (রিচম্যান, ইনফিনিটি), আর্টিস্টি, আলমাস, ফ্রিল্যান্ড, মিনিসটার, ভেনাস জুয়েলার্স, মুস্তাফা মার্ট, মাই ওয়ান, কল্লোল লিমিটেড, অলংকার নিকেতন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।