ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঈদ ফ্যাশনে ক্যাটস আই 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
ঈদ ফ্যাশনে ক্যাটস আই 

প্রাচ্য-পাশ্চাত্য আর ফিউশনের ক্যাটস আই এর ঈদ পোশাকের ডিজাইন ও রঙের তফাৎ প্রতিবারের মতো এবারও থাকছে।  
এবার ঈদে ওয়েস্টার্ন ও ট্র্যাডিশনাল কাটের মাঝামাঝি ফিউশন নিয়ে কাজ করেছে ক্যাটস আই।


তরুণ তরুণীদের পোশাকে গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেড়িয়ে আনা হয়েছে স্মার্ট এন্ড ট্রেন্ডি লুক। মেয়েদের টপস ও কামিজের লোয়ার পার্টে এসিমেট্রিক কাটের রেশ এবারও থাকছে, তবে বেশ ভালোভাবেই যুক্ত হয়েছে ওভাল বা রাউন্ড  শেপ।  

রঙকে প্রাধান্য দিয়ে ফেস্টিভ কেন্দ্রিক ভ্যালু এডিশন থাকছে পোশাকে। ডিজাইনেও থাকছে বৈচিত্র্যতা। পাশাপাশি আউটগোয়িং নারীদের জন্য আছে গাউন কামিজ বা ম্যাক্সি টিউনিক এলিগেন্ট আউটফিট। এছাড়া কো ব্র্যান্ড মুনসুন রেইনে থাকছে শুধুই পুরুষদের জন্য ঈদ উপযোগী ফরমাল ও ক্যাজুয়াল শার্টিং ও স্যুটিং। ট্রেন্ডি ফ্যাশন এক্সেসরিজও থাকছে ক্যাটস আই ব্র্যান্ড নির্ধারিত আউটলেটে।  

এবারের ঈদ পোশাকের মূল্য শুরু হয়েছে ১ হাজার ৬৫০ টাকা থেকে। এছাড়াও কেনাকাটায় স্বাধীনতা দিতে, প্রিমিয়াম ক্রেতাদের জন্য ব্যাংক ভেদে ক্রেডিট কার্ড শপিং-এ  থাকছে সর্বোচ্চ ১০শতাংশ মূল্যছাড়ের সুবিধা।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।