ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ছোট-বড় ব্যাগও চাই

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ছোট-বড় ব্যাগও চাই

ঈদের জন্য অপেক্ষা প্রায় শেষ হতে চলেছে। ঈদে পোশাক জুতার সাথে কিনতে হবে ফ্যাশনেবল ব্যাগ।

নতুন পোশাক পরে বাইরে যাওয়ার জন্য  কেমন ব্যাগ নেবেন? 

অবশ্যই ছোট আকারের। পার্টি ব্যাগের ক্ষেত্রে দেশি ফ্যাশন হাউসগুলোর মখমল বা কাতান কাপড়ে মোড়ানো পাথর বসানো ব্যাগগুলো আজকাল বেশি চলছে। ১০০০ থেকে ৩০০০ টাকার মধ্যেই পাবেন ক্ল্যাচ ব্যাগ।

আবার চাইলে লেদার ও ভালো র ্যাক্সিনের ব্যাগও নিতে পারেন। বিদেশি ব্যাগগুলো আপনার ব্যক্তিত্ব আরও ফুটিয়ে তুলতে সাহায্য করবে। স্টাইলিশ এই ব্যাগগুলো ২০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।  

ছোট ব্যাগ তো কেনা হলো, এবার ঈদের এই লম্বা ছুটিতে বেড়াতে যেতে হবে। তাই প্রয়োজন একটি ট্রাভেল ব্যাগ।

আমাদের কাপড়, জুতা, কসমেটিকসসহ আরও অন্যান্য প্রয়োজনীয় সবকিছু  গুছিয়ে নিতে চাই একটি ভালো মানের ট্রাভেল ব্যাগ। ব্যাগ কেনার সময় যা লক্ষ্য রাখতে হবে:

•    পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ব্যাগের আকার নির্বাচন করুন
•    জিনিসপত্র যতই হোক না কেন একটা বড় ব্যাগের ভেতরই সব রাখার চেষ্টা করুন
•    ট্রাভেল ব্যাগ কিনতে যেতে পারেন নিউমার্কেট, এখানে ট্রাভেল ব্যাগের অনেক বড় বাজার
•    ট্রলি ছাড়া ট্রাভেল ব্যাগগুলো আপনি পাবেন ৭০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে
•    আর ট্রলিসহ ট্রাভেল ব্যাগগুলো পাবেন সবচেয়ে ছোট সাইজটি ১০০০ এবং ব্যাগের মান ও আকৃতির ওপর ভিত্তি করে দরদাম ওঠানামা করে ১৪০০ থেকে ৬৫০০ টাকা পর্যন্ত
•    পোলো, পাইলট, লিভাইস, মারিনাল ওরনেট, প্রেসিডেন্ট, লোটাস, হাইসান, ডেনিয়েল, নারদেভো, ফাইলসসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ রয়েছে
•    ব্যাগ কেনার আগে চেইন, লকার, ট্রলিটি ঠিক আছে কিনা দেখে নিন
•    ব্যাগ পরিবহনের ক্ষেত্রে বেশি ভারি ব্যাগ হলে ট্রলির সাহায্যে পরিবহন করুন
•    আগেই দেখে নিন চেইন বা লকার, ট্রলি ব্যাগের ট্রেলি ঠিক আছে কিনা, নতুবা ব্যাগ নিয়ে রাস্তায় বিপাকে পড়ে যেতে পারেন।

পাবলিক পরিবহনে ভ্রমণ করতে হলে অবশ্যই ব্যাগে তালা লাগিয়ে নেবেন। সবার জন্য শুভ কামনা রইলো নিরাপদে বাড়ি ফেরার।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।