ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঈদ আয়োজনে নিপুণের সম্ভার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
ঈদ আয়োজনে নিপুণের সম্ভার

ঈদ আয়োজনে সঙ্গী হতে এবার আপনারই পছন্দসই পোশাক নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম দেশীয় ফ্যাশন হাউস নিপুণ।

ফ্যাশনেবল, আরামদায়ক একইসঙ্গে দৃষ্টি নন্দন সব পোশাক রয়েছে নিপুণে।

বাড়ির ছোট-বড় সবার জন্য একই ছাদের নিচে পোশাক পাচ্ছেন নিপুণে।  

নিপুণ এবারের ঈদের পোশাক তৈরিতে বেছে নিয়েছে এন্ডি কটন, জয়সিল্ক, তাঁত, লিলেন, ভয়েল, স্ল্যাব-কটন, মসলিন কাপড়। এসব কাপড়ে করা হয়েছে হ্যান্ড অ্যাম্ব্রয়ডারি, মেশিন অ্যাম্ব্রয়ডারি, এপ্লিক, ব্লক প্রিন্ট এবং স্ক্রিণ প্রিন্ট।  

আর পোশাক হিসেবে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, কুর্তি, পুরুষের জন্য পাঞ্জাবি, হাফ স্লিভ প্রিন্টেড শার্ট, শিশুদের জন্য ফ্রক, স্লিভলেছ ফতুয়া, ছেলে শিশুর পাঞ্জাবি, টিনএজারদের জন্য ফ্রক, পাঞ্জাবি।

ঈদ কালেকশনের পোশাকগুলো পাওয়া যাচ্ছে নিপুণের সব শোরুমে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।