ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শাড়ির যত্ন

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১
শাড়ির যত্ন

বাঙ্গালী নারীর সৌন্দর্য পূর্ণতা পায় শাড়িতে। এবার রইল শাড়ি সুন্দর রাখার কিছু পরামর্শ:

  • কেনার পর প্রথমে শাড়িতে ফলস পাড় লাগিয়ে নিন।
  • সুতি শাড়ি প্রথমবার ধোয়ার আগে কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখুন।
  • সুতি ছাড়া অন্য ধরনের শাড়ি ড্রাই ক্লিন করতে পারলে ভালো হয়।
  • শাড়ি ধোয়ার সময় ব্রাশ দিয়ে বেশি ঘসাঘসি করবেন না।
  • শাড়ি ইস্ত্রি (প্রেস) করার সময় কাপড়ের ধরন অনুযায়ী টেম্পারেচার ঠিক করে নিন।
  • যে শাড়িগুলো বেশি পরা হয়না, সেগুলো মাঝে মধ্যে বের করে রোদে দিবেন।
  • কিছুদিন পরপর শাড়ির ভাঁজ বদলে রাখবেন।
  • বেশিদিন শাড়ি একই ভাঁজে থাকলে সে জায়গা থেকে ফেঁসে যেতে পারে।
  • পোকা থেকে বাঁচাতে সিল্কের শাড়ির কাছে ন্যাপথলিনের পরিবর্তে শুকনা মরিচ রাখতে পারেন।
  • শাড়িতে তরকারির দাগ লাগলে সঙ্গে সঙ্গে ট্যালকম পাউডার বা লেবুর রস কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • আপনার প্রিয় শাড়িগুলোর নিয়মিত যত্ন নিন যাতে দীর্ঘদিন তা সুন্দর থাকে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।