ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সালমানের পাশে থাকি…

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
সালমানের পাশে থাকি…

বাবা মায়ের অনেক স্বপ্ন ছেলে বড় হয়ে পরিবার আর দেশের জন্য কাজ করবে। নিজে সফল আর সৎ মানুষ হিসেবে গড়ে উঠবে।

সবই এগোচ্ছিল ঠিকঠাক। হঠাৎ করেই ছোট্ট একটি টিউমার সব যেন পাল্টে দিতে চাইছে মেধাবী সালমান শাহাদতের জীবন।  

প্রথমে ছোট একটি অপারেশনের মাধ্যমে টিউমারটি সরিয়ে ফেললেও বায়োপসি রিপোর্টে ধরা পড়ে সালমানের ব্লাড ক্যান্সার।  

কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র সালমান, তিন ভাইয়ের পরিবারে সবার ছোট। সবার আদরের ছোট ভাইটির জন্য ভাইরা সর্বোচ্চ চেষ্টা করছেন।  

বর্তানে সালমান ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ভাই রাশেদ জানিয়েছেন, সালমানকে প্রথম ধাপে তিনটি কেমো দেয়া হয়েছে, এখন আরও ৫টি কেমো থেরাপি দেয়া হবে।  

সালমানের চিকিৎসা ব্যয় চালিয়ে নেয়া এখন তার পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না, কিন্তু তার সুস্থ হয়ে ফিরতে এখনো প্রয়োজন ২৫ লাখ টাকা।  

এই তরুণ আমাদের জন্য অনেক কিছু দিতে পারবে, যদি সে বেঁচে থাকতে পারে। আমরা সবাই মিলে কি পারিনা, একজন সালমানকে তার বেঁচে থাকার স্বপ্ন পূরণে সাথী হতে...


সাহায্য পাঠাতে: 

একাউন্ট নাম:- 
মোঃ আব্দুর রাজ্জাক মণ্ডল,
 সঞ্চয়ী হিসাব নম্বর:-২০৫০১৫৫০২০১৫৮৮৮১০,
 ইসলামি ব্যাংক বাংলাদেশ লি:, নজিপুর শাখা।
 বিকাশ নম্বর ০১৭২৭৯৭১৭১০(ব্যক্তিগত) এবং ০১৭১৬৩২৮২১৯(ব্যক্তিগত) ।
 ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ০১৭২৭৯৭১৭১০০(ব্যক্তিগত)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।