ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

এক্সট্যাসি খুঁজছে নতুন মডেল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এক্সট্যাসি খুঁজছে নতুন মডেল

পণ্যের প্রচারণায় জনপ্রিয় ফ্যাশন হাউস এক্সট্যাসি খুঁজছে নতুন মুখ। সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে এবার নতুন মডেল বেছে নেবে প্রতিষ্ঠানটি।

পাশ্চাত্য পোশাকের সাবলীল উপস্থাপনায় এক্সট্যাসির নতুন ফটোশুট্যের প্রতিনিধি হবেন এসব নতুন মুখের মডেলরা।  

বয়স ১৯ থেকে ২৮ এর মধ্যে হলেই স্মার্ট এবং সুদর্শন তরুণ-তরুণী অংশ নিতে পারেন এই প্রতিযোগিতায়। সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামের টাইমলাইনে এক্সট্যাসির পোশাকে নিজের ফটো তুলে প্রকাশ করতে হবে। অংশগ্রহণের জন্য অনলাইনে ছবি প্রকাশের সাথে লিখতে হবে #castmextc ev  #ecstasy ।  

এক্সট্যাসির শীর্ষ নির্বাহী ও ডিজাইনার তানজিম হক বলেন “এক্সট্যাসির নির্বাচিত নতুন মডেল শীতের পণ্যের ফটোশ্যুটে অংশ নেবেন। শুরুতে গ্রুমিং এর জন্য আমরা ১০ জন তরুণ-তরুণীকে নির্বাচিত করলেও একজন করে পুরুষ ও নারী মডেল নির্বাচিত হবে মূল পর্বে।  

এক্সট্যাসির মডেল হতে ৩১ অক্টোবরের মধ্যে ছবি পাঠাতে হবে।

    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।