ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লেজার ট্রিট এবং এক্সপ্রেশানস-এর মধ্যে চুক্তি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
লেজার ট্রিট এবং এক্সপ্রেশানস-এর মধ্যে চুক্তি

লেজার ট্রিট এবং বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী লেজার ট্রিট তাদের সব পণ্যের বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিং-এর কাজ সম্পন্ন করার জন্য এক্সপ্রেশানস লিমিটেডকে নিয়োগ দিয়েছে।

 

রোববার (১৬ অক্টোবর) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লেজার ট্রিট-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মাহবুব আহমেদ শামিম এবং এক্সপ্রেশানস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রামেন্দু মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় লেজার ট্রিট-এর পরিচালক তানিমা ফেরদৌসী, ম্যানেজার দাউদ হোসেন এক্সপ্রেশানস লিমিটেড-এর পরিচালক ও ক্রিয়েটিভ হেড ত্রপা মজুমদার, অ্যাসোসিয়েট ক্রিয়েটিভ ডিরেক্টর আসিফ ইকবালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।