ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

হ্যালোইনে ভূতের রাজ্যে  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
হ্যালোইনে ভূতের রাজ্যে  

ছোটবেলায় ভূতের গল্প শুনে ভয় পায়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আবার সেই ভূতের গল্প শোনার জন্যই ছিল সব আবদার।

সেসব গল্পে রাজকুমারীকে প্রায়ই ভূতের রাজ্যে তুলে নেওয়া হতো। আর রাজকুমার তাকে উদ্ধার করত সব ভয়কে উপেক্ষা করে। অনেকেই নিজেকে কল্পনা করে সেই রাজকুমারের জায়গায়। কেউ কেউ কিন্তু সেই রূপকথার ভূতও হতে চায়।  

প্রচলিত আছে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যত ভূত-প্রেত আছে, সবাই নাকি এ রাতে চলে আসে লোকালয়ে। আর সেই সব ভূত-প্রেতদের সাথে ৩১ অক্টোবর ভুতের সাজেই বরণ করে উৎসব প্রেমীরা।  

বিশ্বে আমেরিক, ইংল্যান্ড, জার্মানী, ফ্রান্স, স্পেন,নরওয়ের মতো সম্প্রতি বাংলাদেশেও পালিত হচ্ছে  হ্যালোইন উৎসব।  

লা মেরিডিয়ান ঢাকা, রিজেন্সি, সিক্স সিজনের মতো তারকা হোটেলগুলো হ্যালোইন নিয়ে করেছে নানা আয়োজন।  

ভিন্নধর্মী এই আয়োজনে চোখের সামনেই ঘুরে বেড়াবে ভূত। থাকবে ভূতের গুহা। যেখানে সম্পূর্ণ অন্ধকারের মধ্যেই চলবে ভূতদের আনাগোনা। দেখা যাবে অতিথি ভুতদের সাহসের পরীক্ষা।  

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।