ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ইতালিয়ান খাবার ও ছবি আঁকার আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
 ইতালিয়ান খাবার ও ছবি আঁকার আয়োজন

ইতালিয়ান খাবার ও ছবি আঁকার সমন্বয়ে বৈচিত্রময় উৎসবের আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। ইতালিয়ান খাবার প্রেমীদের জন্য নয়দিনব্যাপী লা মেরিডিয়ান ঢাকার ইতালিয়ান রেস্টুরেন্ট ফ্যাভলা’য়  রয়েছে শিল্পীসত্বাকে খুঁজে পাওয়ার সুযোগ।

ফ্যাভলায় তৈরি থাকবে রং-তুলি-ক্যানভাস। ফ্যাভলার খাবারের আ লা কার্টে মেনু থেকে খাবার অর্ডার করলেই পাওয়া যাবে ছবি আঁকার সুযোগ। ফ্যাভলা রেষ্টুরেন্টে দর্শকদের জন্য ছবিগুলো প্রদর্শিত হবে পুরো নভেম্বর মাস জুড়ে। মাসের শেষে সেরা তিনজন আঁকিয়েকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
 
প্রতিদিন সকাল ৬.৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত সকল অতিথিদের জন্য অফারটি উন্মুক্ত থাকবে। ৪ থেকে শুরু হয়ে চলবে ১২ নভেম্বর পর্যন্ত।  

অফারটিতে বিভিন্ন ব্যাংক ও টেলিকম গ্রাহক, সহযোগী অতিথিরা উপভোগ করতে পারবেন বিশেষ সুবিধা ।  

যোগাযোগ +৮৮ ০১৯৯০৯০০৯০০ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।